রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার বিশেষ প্রকল্পে রাজ্যের ৩৮টি সরকারি কলেজের ১০ হাজার ৫৫৬ জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন কেনার জন্য ৫ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করেছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রধান কার্যালয়ের স্মার্ট ট্রেনিং সেন্টারে ১৮ অক্টোবর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই অর্থ রিলিজ করেন। তথ্য প্রযুক্তি দপ্তর রাজ্যে এই প্রকল্প রূপায়ণ করেছে। প্রকল্প অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজের চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ২০২২—২৩ শিক্ষাবর্ষে স্মার্টফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। ১৮ অক্টোবর এই অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর জেশান বি, দপ্তরের অন্যান্য আধিকারিকগণ এবং বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।