বিজ্ঞপ্তি
Ref. Killa Ps GDE NO-24, Dated – 30-06-2025 & Subsequent Killa Ps us case No- 03/2025 u/s 194 BNSS, 2023
পাশের ছবিটি একটি অপরিচিত সদ্যজাত শিশুর মৃত দেহের। উক্ত শিশুর মৃত দেহটি গত ইং ৩০-০৬-২০২৫ তারিখ সকালবেলা আনুমানিক ১১ ঘটিকায় কিল্লা থানার অধীনে সারথাই টিলা জঙ্গলে পাওয়া যায়। বর্তমানে উক্ত সদ্যজাত শিশুর মৃত দেহটি উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালের মর্গে আছে।
উক্ত মৃত দেহটির সম্পর্কে কোন তথ্য জানা থাকিলে ও তাহার কোন আত্মীয় স্বজন থাকিলে নি¤েœ বর্ণিত টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে।
যোগাযোগের নম্বর ঃ-
১) এস. পি. (ডি.আই.জি.) গোমতী –
দ্ব ৯০৮৯৪ ০৮৩১০ / ৯৪০২১১৯৫১৩
ও.সি. কিল্লা থানা –
দ্ব ৬০০৯৯ ০৫১১২ / ৯৮৬২৮ ০০৪৩৬
পুলিশ সুপার
উদয়পুর
গোমতী, ত্রিপুরা