ছেড়ে যাও কাননের ওই গোপন কুঞ্জ – বিমল সিংহ, দিল্লী

0 minutes, 0 seconds Read

-বিমল সিংহ, দিল্লী

হেমন্তের নিঝুম সন্ধ্যা পড়ে আছে
অফুরন্ত নীরবতায়,
চারিদিক ছেয়ে।
নিবার্ক নিশ্চল চোখে অতীতের অগণিত স্মৃতি।
কোয়াশায় ভরে যায় স্তব্ধ ধরিত্রীর বুক;
রাস—পূর্ণিমার চাঁদ ম্লান হয়ে আসে
হৃদয়ের মেঘের ছায়ায়।

প্রিয়তমা !
পশ্চিমের রঙীন দিগন্ত
পূবের রক্তিম চাঁদ,
জাগিয়ে তোলে আবছা স্মৃতির লালিম আভা,
হৃদয়ে কাতর আবেগ,
চোখে আবেগের অশ্রম্ন।
হেমন্তের রক্তিম সন্ধ্যা
কালো হয়ে যায় আমার বিবর্তিত চোখে ।
রাস পূর্ণিমার চাঁদ থেকে যায় দিগন্তের আড়ালে,
কালো রঙের কলঙ্ক নিয়ে,
অভিমানী প্রিয়তমের নাগালের বাইরে।

কুঞ্জবিহারিণী !
তোমার আকুল অশ্রম্ন দিয়ে
মুছে ফেল চোখের কাজল,
ব্যর্থ আজিকার সাজ।
নির্লিপ্ত আজ অভিমানী প্রিয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *