কাকেই – ২১-নলছড় বিধানসভা কেন্দ্রর এম এল এ কিশোর বর্মণ গিরকরে মন্ত্রী সভাত বরেইলা। ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার সদস্য আগো হিজাবে ৩ জুলাই শপথ লইলো। উদিন রাজভবনর দরবার হলগত অনুষ্ঠান আহানর ঠৌরাঙ করানি অছিল, ঔ অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গিরকে কিশোর বর্মনরে শপথ বাক্য পাঠ করুয়েইলো। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত আছিলাতা – মুখ্যমন্ত্রী প্রফেসার (ডা.) মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যানমন্ত্রী বিকাশ দেববর্মা, খেলা মন্ত্রী টিঙ্কু রায়, শিল্প মন্ত্রী সান্তনা চাকমা, তপশিলি জাতি কল্যানমন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রাজীব ভট্টাচার্য্য বারো কৃতি সিংহ দেবী (দেববর্মণ), এম এল এ মীনা রাণী সরকার, রামপদ জমাতিয়া, মুখ্যসচীব জে কে সিনহা, রাজ্য ডি জি পি অনুরাগ, সিইও ব্রিজেশ পান্ডে, মুখ্যমন্ত্রীর সচীব ড. প্রদীপ কুমার চক্রবর্তী হাবি।